মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ভার্চুয়াল কোর্টে রোববার ১৭মে ৪৬টি মামলার জামিন আবেদনে ৫৮জন আসামির জামিন হয়েছে।

কক্সবাজারের জেলা ও দায়রা জজ এবং ভার্চুয়াল কোর্টের বিজ্ঞ বিচারক মোহাম্মদ ইসমাইল ৬৩টি ফৌজদারি মিচ মামলার অনলাইনে দায়েরকৃত আবেদন ও রেকর্ড পর্যালোচনা করে ৪৬টি মামলায় ৫৮জন আসামীকে জামিন দিয়েছেন। অবশিষ্ট ১৭টি মামলায় ২১জন আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন।

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি এডভোকেট ফরিদুল আলম এবং
কক্সবাজার জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা ও একই আদালতের মুখপাত্র এস.এম আব্বাস উদ্দিন সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতের মুখপাত্র এস.এম আব্বাস উদ্দিন আরো জানান, ভার্চুয়াল কোর্টের ফাইলিং ও অন্যান্য প্রাথমিক কার্যক্রম গত ১২মে থেকে শুরু হয়েছে। বিচারিক কার্যক্রম বুধবার ১৩মে থেকে শুরু হয়। এস.এম আব্বাস উদ্দিন আরো বলেন, ভার্চুয়াল কোর্টে মামলা শুনানীকালে বিজ্ঞ বিচারক যেসব মামলায় প্রয়োজন মনে করেছেন, সেসব মামলায় পাবলিক প্রসিকিউটর (পিপি) ও আসামি পক্ষের সংশ্লিষ্ট আইনজীবীর সাথে ভিডিও কনফারেন্স করেছেন। তিনি বলেন, পরবর্তী অন্য কোন নির্দেশ নাআসা পর্যন্ত এখন থেকে প্রতি কার্যদিবসে ভার্চুয়াল কোর্টের বিচারিক কার্যক্রম নিয়মিত চলবে।