মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

হজরত কুতুব আওলিয়া (রহ.) ও হজরত মালেক শাহ (রহ.) এর স্মৃতি বিজড়িত দ্বীপ উপজেলা কুতুবদিয়ায় দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার দীর্ঘ ৬৬ দিন পর ১৫মে শুক্রবারই প্রথম একজন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়।কুতুবদিয়া উপজেলায় এই করোনা রোগী ৩৫ বছর বয়সী একজন মহিলা। তার বাড়ি উত্তর ধুরং এর মগলাল পাড়ায়। ১৫ মে শুক্রবার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ করোনা ভাইরাস আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে ইতিমধ্যে তার বাড়ি ও তার চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দিয়েছেন।

বিষয়টি কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী সিবিএন-কে জানিয়েছেন। তিনি আরো জানান, করোনা ভাইরাস আক্রান্ত রোগীনীর পরিবারের অন্যান্য সদস্যদেরকে তার থেকে পৃথক করে তাদের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে। রোগিনীর শরীরে করোনা ভাইরাসের উপসর্গ খুব একটা নেই। উপজেলা স্বাস্থ্য টিম তার কেস হিস্ট্রি ও মতামত জেনে তার চিকিৎসা সেবা কোথায় দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান, ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।