নিজস্ব প্রতিবেদকঃ
করোন ভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়া ৬ শতাধিক অসহায়, হতদরিদ্র পরিবারে ঈদ উপহার হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছে নয়না পরিবার ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৪ মে) সদরের চৌফলদন্ডিতে এই উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কক্সবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কানিজ ফাতেমা আহমেদ।

ট্রাস্টের সভাপতি ও সমাজসেবক হাসান মুরাদ আনাচের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাস্টের উপদেষ্টা শাহজাহান মনির, মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন শাওন।

নতুন মহাল বীরমুক্তিযোদ্ধা এডভোকেট ছৈয়দ আহমদ গ্রামার স্কুলের মাঠে ৫ ম বারের মতো খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় মান্যগন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

করোনার এই দুর্যোগকালে এবং ঈদের ঠিক আগমুহূর্তে মানবিক সহায়তা হিসেবে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী পেয়ে নয়না পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

এর আগেও চৌফলদন্ডী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের ভ্রাম্যমান মেডিকেল টিমকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে নয়না পরিবার ট্রাস্ট।

জীবাণুনাশক স্প্রে ছিটানোর কার্যক্রমও পরিচালনা করেছে।

তাছাড়া করোনা দুর্যোগের শুরু থেকে হতদরিদ্র মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন ট্রাস্টের সভাপতি হাসান মুরাদ আনাচ।