চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি), সিভাসুর ল্যাব ও চট্টগ্রাম মেডিক্যাল মিলে তিন ল্যাবে ৬১ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, চট্টগ্রাম বিআইটিআইডি তে ২৫৭টি নমুনা পরীক্ষায় ৩৩ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে পজিটিভ ২৯টি। এরমধ্যে মহানগর ২৬ এবং উপজেলায়-৩( রাংগুনিয়া-১,বোয়ালখালী-১,বাঁশখালী-১) এবং ভিন্ন জেলায় ৪টি।

চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ( CVASU)তে ৭১ টি নমুনা পরীক্ষায় ১৭ টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ৬ (পটিয়া উপজেলায় -৬) ভিন্ন জেলাঃ ১১ টি
কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ৩০ টি নমুনা পরীক্ষার ফলাফলে সবগুলো নেগেটিভ।

এছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ টি নমুনা পরীক্ষা চট্টগ্রামে ২৬ টি পজিটিভ। মহানগর এলাকায় ২৫ টি ও উপজেলায়-১টি।

জানা যায়, ফলাফল অনুযায়ী মহানগর এলাকায় ৫১ টি পজিটিভ ও উপজেলা পর্যায়ে ১০ টি পজিটিভ মোট ৬১।