মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

উখিয়া উপজেলায় বুধবার ১৩ মে সনাক্ত হওয়া ৫জন করোনা রোগীর মধ্যে ৪জন একই পরিবারের সদস্য। উখিয়ায় গত ১১মে সনাক্ত হওয়া পল্লী চিকিৎসক রোগীও একই পরিবারের সদস্য। তাদের ২ জন পরুষ, ২ জন মহিলা। তাদের সকলের বাড়ি রত্নাপালং ইউনিয়নের কোট বাজারের পুর্বে খোন্দকারপাড়ায়। তারা ৪ জনকে তাদের বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। অপরজন করোনা রোগী জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাসিয়া গ্রামের ৬৮ বছর বয়স্ক একজন পুরুষ।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিবিএন-কে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সনাক্ত হওয়া রোগীদের বাড়ি ও চলাচল এলাকা লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা স্বাস্থ্য টিম, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ রোগীদের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া ৫ জন রোগীর কেস হিস্ট্রি ও শারীরিক অবস্থা দেখে তাদের কোথায় চিকিৎসা দেওয়া হবে তা সিদ্ধান্ত নেওয়া হবে বলে সুত্রটি জানিয়েছে। ১৩ মে সনাক্ত হওয়া ৫জন রোগী সহ উখিয়া উপজেলায় করোনা রোগীর সংখ্যা এখন ১৪ জন।