তারেক হায়দার

টুকটাক ছাইপাশ কবিতার ছন্দে,
হেলা-খেলা ফেলে রেখে, পাঠ বইয়ে মন দে।

ওই দেখ চোর যায়, লিমুজিন গাড়িতে,
সৎ লোকে অনাহারে, নেই ভাত হাঁড়িতে।

রোজ রোজ ছুড়ি হাতে হাঁক দেয় চাঁদাবাজ,
“টাকা দে, ধন দে, কেড়ে নেবো জান আজ!”

কলেজেতে তোর বোন, শিস দেয় বখাটে,
বাঁধা দিলে তুলে নিবে, ছেলেগুলো খ্যাপাটে।

ইসলামী বইগুলো হয়ে গেছে জিহাদি,
জিহাদকে ঘৃণা করে, যার বাবা ইহুদী।

পতিতারাই সুখে আছে, লাখো কোটি ভক্ত,
হিজাবীরা জেলে যায়, রাজপথে রক্ত।

কনসার্ট, ডিজে শো, তরুণেরা গাঁজা খায়,
কোরানের সৈনিক, গুলি খায়, সাজা পায়।

পাঠ বইয়ের এক ফাঁকে, রাজপথ কাঁপাবি,
তাগুদের, বাতিলের ঘাড় ধরে হাকাবি।