আবুল কালাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের হালিশহরের ফইল্ল্যাতলী বাজারের উত্তর পাসে লাকী স্কয়ারের সামনে মুন্না ভবন নামে এক কলোনীতে বাসাভাড়া দিতে দেরি হওয়ায় সব ভাড়াটিয়াদের বকেয়া এক মাস সহ মোট দুই মাসের বাসাভাড়া পরিশোধ করে বাসা ছাড়ার জন্য কড়া নির্দেশ দিলেন বাড়িওয়ালা।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস( কোভিট-১৯) এর প্রাদুর্ভাবে ঘর বন্দি থাকা নিন্মমধ্য ভিত্ত পরিবারে বসবাস একলোনিতে। এ পর্যন্ত তারা সরকারি ও স্তানীয় কোন প্রকার ত্রান সমগ্রী পাইনি বলে অভিযোগ ও করেন ভাডাটিয়ারা।

তারা আরও বলেন এই মহামারিতে আমাদের নেই কোন কাজ,ব্যবসা, আমরা ঘরে বন্দি হয়ে আছি, আমরা পারতেছিনা কারও কাছে হাত পাততে। পরিস্তি সাভাবিক হলে আমরা কাজ কাম করতে পারলে সব ভাড়া বুজিয়ে দিব। এর পরেও বাডি ওয়ালার দিল তু একটু ঘামেনি উলটা আবার আমাদের বিভিন্ন ভাবে বেঙ্গাত্বক করে কলোনীর ইন্চার্জ কে দিয়ে বলে দে, তুমরা ভাত খাইতেছো আমার ভাডা দিতে পারতেছোনা কেন। তুমরা কি কর না কর আমার দেখার দরকার নাই আমার দুই মাসের ভাডা দিয়ে সবাই বাসা ছেডে দিবে এটায় আমার আদেশ।এই অসহায়দের বাচাতে প্রশাসন সহ সকলের সাহায্য কামনা করেন।ভাডাটিয়ারা।