সিবিএন ডেস্ক:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারিতে বুধবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৯২ হাজার ৮৯৩ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বছরে ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত কোভিড-১৯ এ মোট আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৪২ হাজার ৩৫৫ জন।

এদিকে, বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২৪ লাখ ৪৭ হাজার ১৯ জনের মধ্যে স্থির অবস্থায় রয়েছেন ২৪ লাখ ৬৬৭ জন, যা মোট আক্রান্তের ৯৮ শতাংশ।

এছাড়া, বর্তমানে আক্রান্ত ৪৬ হাজার ৩৪২ জন গুরুতর অবস্থায় রয়েছেন, যা মোট রোগীর মাত্র দুই শতাংশ।

অন্যদিকে, এ পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৪৪৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বাধিক মৃতের এবং আক্রান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮ হাজার ৬৩৬ এবং মারা গেছেন ৮৩ হাজার ৪২৫ জন। মহামারির ফলে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ৩২ হাজার ৬৯২ জন রয়েছে যুক্তরাজ্যে।

অন্যদিকে, দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা হলো স্পেনে। দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৫২০ জন।

কোভিড-১৯ এর ভাইরাসটি বিশ্বের ২১২টি দেশ এবং অঞ্চলে ছাড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০ জনে। আর নতুন করে আরো ৯৬৯ জন আক্রান্ত হয়েছে বলে মঙ্গলবার নিয়মিত সংবাদ বুলেটিনে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।