এম আবু হেনা সাগর, ঈদগাঁও:
বৈশ্বিক চলমান করোনা ভাইরাস ঠেকাতে এবার পল্লী বিদ্যুৎ ঈদগাঁও জোনাল অফিস ব্যতিক্রমী এক উদ্যােগ গ্রহণ করেছে। এটি হলো ইউনিয়ন ভিত্তিক বিল আদায়ের সুব্যবস্থা। করোনার মাঝে দূরদুরান্ত থেকে গ্রাহকদের পল্লী বিদ্যুতের অফিসে কষ্ট করে আর বিল দিতে যেতে হবে না। করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় এবার স্বস্ব ইউনিয়নে বিল আদায় করা হবে এমনটি জানান ঈদগাঁও পবিসের এজিএম।
তবে ঈদগাঁও,জালালাবাদ ও ইসলামাবাদ ইউনিয়নের গ্রাহকদেরকে পবিসের অফিসে বিল দিতে হবে। অপরাপর দুরবর্তী ইউনিয়নের গ্রাহকদের কাছ থেকে ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে বিল আদায় করা হবে। এক্ষেত্রে গ্রাহকদের কষ্ট ও অর্থ সাশ্রয় হচ্ছে পাশাপাশি করোনার ভয় থেকে কিছুটা হলেও মুক্তি পাচ্ছেন।
১৩ মে চৌফলদন্ডী ইউনিয়নে পল্লী বিদ্যুতের বিল আদায় করার মাধ্যমে সুচনা করা হচ্ছে ইউনিয়ন ভিত্তিক বিল আদায়ের কার্যক্রম।
এ ব্যাপারে এজিএম শহিদুল আলমের সাথে এই প্রতিবেদকের কথা হলে জানান, পবিস অফিসের আশপাশের তিন ইউনিয়ন ছাড়া বাকী ৮টি ইউনিয়নের গ্রাহকদের বিল নেয়া হবে।