খলিল চৌধুরী, সৌদি আরব:
সৌদি আরবের মক্কায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লোহাগাড়ার নাজিম উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

জ্বর, সর্দিকাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত ১৫দিন আগেই মোহাম্মদ নাজিম উদ্দিন (২৮) পবিত্র নগরীর আল হেরা হাসপাতালে ভর্তি হন। শরীরের বিভিন্ন পরীক্ষা পর করোনা পাওয়া যায়। গত তিনদিন আগে শারিরিক অবস্থা অবনীত হলে তাকে জরুরী বিভাগ আইসিউতে রাখেন হাসপাতাল কর্তৃপক্ষ।

১১ মে সোমবার সৌদি সময় বিকাল ৫ টার চিকিৎসাধীন অবস্থায় এ যুবকের মৃত্যু হয়।

মক্কা-প্রবাসী যুবক নাজিম উদ্দিনের বাড়ী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সরদানী পাড়ার আবদুল মালেকের পুত্র।

১১ মে সবশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সৌদি আরবে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৬৬জন। মোট আক্রান্তের সংখ্যা ৪১০১৪জন। মারা গেছে ৯জন, এই নিয়ে দেশটিতে মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫জনে। অন্যদিকে সুস্থ হয়েছেন ১২৮০জন, দেশটিতে সর্বমোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১২৭৩৭জন। তথ্য সূত্রেঃ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।