চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের তিন ল্যাবে আরও ৬৪ জনের দেহে করোনা ভাইরাসে (কোভিড-১৯) সনাক্ত হয়েছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী।

সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিআইটিআইডিতে গত ২৪ ঘন্টায় ২৩৪ টি নমুনা পরীক্ষায় ৩৯ টি পজিটিভ পাওয়া যায়। মহানগরসহ চট্টগ্রামে ৩১টি। যার মধ্যে মহানগর ১৭ এবং উপজেলায়-১৪( সাতকানিয়া-৩, পটিয়া-১১) এবং ভিন্ন জেলায় ৮ টি। চট্টগ্রামে ৩১ টি পজিটিভের মধ্যে ১)পটিয়া উপজেলা-১১, সাতকানিয়া-৩। মহানগরীর-১৭টি হলো-গ্রীনভিউ সোসাইটি -১, কর্নেলহাট-১, নোয়াপাড়া পাহাড়তলী -১, বাঁচা মিয়া রোড-১, পশ্চিম বাঘঘোনা, লালখান বাজার-১, নয়াবাজার মৌসুমি-১, আকবরশাহ-১, চকবাজার-১, পশ্চিম নাসিরাবাদ-১, পাঁচলাইশ-১, ফিল্ড হাসপাতাল-১, দামপাড়া পুলিশ লাইন-১, নন্দন কানন-১, ছোটপুল আগ্রাবাদ-২, সিএমসিএইচ-১। বাকি ১৯৫ টি নেগেটিভ।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)তে ৯৩টি নমুনা পরীক্ষার ফলাফলে ২৬টি পজিটিভ। চট্টগ্রাম জেলায় ১৮, ফেনী জেলায়-১, নোয়াখালী জেলায়-৭।
চট্টগ্রামের ১৮টি পজিটিভের মধ্যে সাতকানিয়া উপজেলা-২, রাঙ্গুনিয়া-২, সীতাকুণ্ড-১, হাটহাজারী-২। মহানগর-১১ হলো কাজীর দেউরি-১, লালদিঘির পাড়-১, কদমতলী-২, হালিশহর-২, ফিরিঙ্গিবাজার-১, পতেঙ্গা -১, টেরীবাজার-১, এয়ারপোর্ট রোড-১, পশ্চিম গলি চকবাজার-১ ও ৬৭ টি নেগেটিভ।

সবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৫৬টি নমুনা পরীক্ষায় ১৫ টি পজিটিভ। পটিয়া উপজেলায়-১, সীতাকুন্ডের ফকিরহাট-১ ও মহানগর-১৩। রাহাত্তারপুল-২, বিএমএ ( BMA)-২, হাজারী গলি-২, বন্দরটিলা (ইপিজেড)-১, বিএনএস (পতেঙ্গা)-১, বায়েজিদ -১, বেপারীপাড়া-১, ডিসি অফিস (ডবলমুরিং)-১, সাকেরপুল-১, ফ্রিপোর্ট বন্দর-১ এবং ৪১ টি নেগেটিভ।

এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।