মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু :
রামুতে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় মোবাইল কোর্টের অভিযানে ৩৩ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার ১০ মে সকাল থেকে বিকাল পর্যন্ত রামুর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্টের পরিচালনা করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা।

প্রণয় চাকমা জানান, মানুষেরা মুখে মাক্স ব্যবহার না করার কারণে ৩৩ ব্যক্তিকে ১শত টাকা করে ৩ হাজার ৩ শত টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। সাথে প্রতি জনকে ১ টি করে মাক্স বিতরণ করা হয়।

তিনি  বলেন,করোনা ভাইরাস থেকে বাঁচতে সবাইকে সচেতন হতে হবে। বিশ্ব দূর্যোগ করোনা ভাইরাস (কভিট-১৯) এর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সড়ক, দোকান-পাট, মাঠে আড্ডা না দিয়ে সবাইকে ঘরে থাকতে হবে এবং নিয়মিত হাতমুখ ধোয়া ও নিজকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ব্যক্তিগত পরিচর্যা করতে হবে। অভিযানে অংশ নেন রামু রাবার বাগানের ব্যবস্থাপক নন্দী গােপাল রায়, উপ-সহকারি প্রকৌশলী মোঃ আলা উদ্দিন খান, রামু থানার প্রতিনিধি।