চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে ফৌজদারহাট বিআইটিআইডি, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও চমেক হাসপাতালে মোট ১৩ জন করােনা রোগী শনাক্ত হয়েছে। তবে এরমধ্যে ১ জন মারা যাওয়ার পর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

শনিবার (৯ মে) রাত সাড়ে ১১টার দিকে এ তথ্য জানান চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) ল্যাবে ২১৩ টি নমুনা পরীক্ষায় ১৫ টি পজিটিভ। মহানগরসহ চট্টগ্রামে ১২ টি এবং ভিন্ন জেলায় ৩টি। চট্টগ্রামে ১২ টি পজিটিভের মধ্যে সীতাকুণ্ড উপজেলায় ( কালুশাহ নগর) -১ এবং মহানগরীর -১১ টি। দামপাড়া পুলিশ লাইন -৮, নেভী হাসপাতাল গেইট -১, ঈদগাঁহ বড় পুকুর -১, আইডি এইচ,আইসোলেশন ওর্য়াডে ( IDH Isolation) -১, ১৯৮ টি নেগেটিভ।

এদিকে চট্রগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি হতে ২৫ টি নমুনা পরীক্ষায় ফলাফলে ৭ টি পজিটিভ। ১ টি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় , ৬ টি লক্ষীপুর জেলায়। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নমুনা পরীক্ষায় সব নেগেটিভ আসে।

সব মিলিয়ে চট্টগ্রামে এখন করোনা রোগীর সংখ্যা ২২০ জন। এদিকে, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৫৭ জন।