সংবাদদাতা:

কক্সবাজার পৌরসভার ১৫০ জন দরিদ্র মানুষ, রিক্সা চালক, গৃহহীন ও ছিন্নমূল শিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে মানবিক সংগঠন সেভ দ্যা হিউমিনিটি।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্ব সহ পুরো বাংলাদেশ যখন স্থবির হয়ে পড়ে অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের ন্যায় “সেভ দ্যা হিউমিনিটি কক্সবাজার ” ফ্রন্টলাইনে হতদরিদ্র মানুষের মুক্তির লক্ষে যোদ্ধ করে যাচ্ছে রামু ও কক্সবাজারের বিভিন্ন অঞ্চলে।

সংগঠনের সিদ্ধান্ত ও পরিকল্পনার আলোকে  ৯ মে ‘২০২০ শনিবার কক্সবাজারের পৌর অঞ্চলে বিভিন্ন স্পটে ১৫০ জন ফুটপাতের গৃহহীন মানুষ, রিক্সা চালক, দরিদ্র পথচারী ও ছিন্নমূল শিশুদের মাঝে ইফতার বিতরণ করেন।

উক্ত বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা সদস্য, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নজাল এর সিইও জনাব সাকির আলম ও সংগঠনের নির্বাহী সদস্য গণ উপস্থিত ছিলেন।