সিবিএনঃ
যে সকল ব্যবসায়ী ও দোকান কর্মচারী কক্সবাজারের বাইরে আছেন, তাদেরকে লকডাউন কিংবা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কক্সবাজারে না আসতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল।

দেশের করোনা মহামারি রোধকল্পে এই অনুরোধ জানানো হয়েছে। তা অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আমিনুল ইসলাম মুকুল বলেন, করোনা মোকাবেলায় সরকার আপ্রাণ চেষ্টা করছে।

কক্সবাজার জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে ঘরে থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।

তিনি বলেন, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত দোকান কর্মচারী বা ব্যবসায়ীদের কক্সবাজার না আসার অনুরোধ জানানো হয়েছে।

এ বছর তেমন ব্যবসা বাণিজ্য হওয়ার তেমন সম্ভাবনা নাই। সুতরাং অনর্থক ঝুঁকি বাড়িয়ে দেওয়া উচিৎ হবে না বলেও মন্তব্য করেন আমিনুল ইসলাম মুকুল।

এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আজ শনিবার ব্যবসায়ীদের একটি বৈঠক রয়েছে বলেও তিনি জানান।