জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
কোভিট-১৯ (করোনা ভাইরাস) নমুনা পরীক্ষায় ৭ মে লোহাগাড়ায় ২ স্বাস্থ্য কর্মীসহ ৪ জনের রিপোর্ট পজেটিভ ধরা পড়েছে।
সেখানে চট্টগ্রাম বিআইটিআইডিতে ৩ জন  ও কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১ জন।
আক্রান্ত ব্যক্তিরা হলেন- লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স (৩৬), মেডিকেল টেকনেশিয়ান (৩৯), আধুনগর ১নং ওয়ার্ড মছিদিয়া বাইর খাল এলাকার ঢাকা রাজারবাগ পুলিশ নাইন থেকে ফেরত পুলিশ সদস্য (২৬)।
আর করোনা পরীক্ষার আগেই মারা যান উপজেলার আমিরাবাদ সুখছড়ি হাছির পাড়ার এলাকার মো: নুরুল ইসলাম।
গত ২ মে করোনা উপসর্গ নিয়ে নুরুল ইসলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
বৃহস্পতিবার (৭ মে) পর্যন্ত মোট ৭ জনের করোনা ধরা পড়ে।
এসব তথ্য নিশ্চিত করেছেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা: মোহাম্মদ হানিফ।