মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বুধবার ৬ মে করোনা সনাক্ত হওয়া চকরিয়ার করোনা রোগী চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজীর পাড়ার বাসিন্দা। তার বয়স ২৬ বছর। সে গত ১২/১৩ দিন আগে চট্টগ্রাম থেকে চকরিয়া এসেছে। সে চট্টগ্রামের কাট্টলী মোস্তফা হাকিম কলেজে ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্সের ছাত্র। চট্টগ্রাম থেকেই করোনা ভাইরাস সংক্রামিত হয়ে সে চকরিয়া এসেছে বলে ধারণা করা হচ্ছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শাহবাজ সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

উক্ত করোনা রোগীর শরীরে করোনা ভাইরাস উপসর্গ না থাকায় তার নিজ বাড়িতে উপজেলা স্বাস্থ্য টিমের তত্বাবধানে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে তিনি জানান। সেখানেই তাকে করোনা চিকিৎসার জাতীয় গাইডলাইন অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

এদিকে, উক্ত করোনা রোগীর বাড়ি, তার চলাচল এরিয়া লকডাউন (Lockdown) করে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন। বুধবার ৬ মে সনাক্ত হওয়া রোগী সহ চকরিয়া উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১৬ জন। যা জেলার অন্যান্য উপজেলার তুলনায় সর্বোচ্চ।