মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজারের করোনা আক্রান্ত হওয়া আরো ৪ জন রোগী সুস্থ হয়েছেন। এ ৪জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তৃতীয়বার স্যাম্পল টেস্ট করে বুধবার ৬মে রিপোর্ট নেগেটিভ পাওয়া। তাদেরকে ৬ মে বিকেলে মধ্যে রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল থেকে রিলিজ করা হবে। এদের ৩ জন মহেশখালী উপজেলার বাসিন্দা। অপর জন টেকনাফ উপজেলার বাসিন্দা। এ নিয়ে কক্সবাজার জেলার মোট ৫১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে ৮জন সুস্থ হলো। তারমধ্য একজন মহিলা মত্যুবরণ করেছে। বাকী ৪২ হাসপাতাল ও সেল্ফ আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এছাড়া ৬ মে বুধবার সুস্থ হওয়া ৪ জন রোগী রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতালের প্রথম সুস্থ হওয়া করোনা রোগী। রামু ডেডিকেটেড আইসোলেশন হাসপাতাল সুত্রে এতথ্য জানা গেছে।

বুধবার ৬মে যারা সুস্থ হলেন তারা হলো-মহেশখালী উপজেলার কালারমার ছরা ইউনিয়নের বড়ুয়া পাড়ার অঞ্জলি বড়ুয়া (৩৫), চাইল্ল্যাতলীর হোসাইন সাব্বির (৩০) এবং হোয়ানক ইউনিয়নের ডেইল্ল্যা ঘোনার হেলাল উদ্দিন (২৮) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্ষ্যং ইউনিয়নের খারাইঙ্গাঘোনা তাবলীগ ফেরত মোহাম্মদ ইদ্রিস (৪২)। এছাড়াও গত ১ মে মহেশখালী উপজেলার আরো ৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত ২৪ মার্চ সনাক্ত হওয়া কক্সবাজারের প্রথম করোনা রোগী মুসলিমা খাতুন সুস্থ হয়ে গত ৮ এপ্রিল বাড়িতে ফিরে এসেছেন।