মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

গত ২৫ এপ্রিল করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়া টেকনাফের প্রথম মহিলা চিকিৎসকের দ্বিতীয়বার টেস্ট রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। নিয়মানুযায়ী আগামী ৬মে তৃতীয়বার তার শরীরের স্যাম্পল টেস্ট করা হবে। সে টেস্টেও রিপোর্ট নেগেটিভ পাওয়া গেলে তাকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে।

বিষয়টি কক্সবাজারের সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান সিবিএন-কে জানিয়েছেন। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উক্ত মহিলা চিকিৎসক গত ৩০ এপ্রিল থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। তার শরীরে করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হওয়ার পর এই মহিলা চিকিৎসক প্রথম ৪ দিন টেকনাফের চিকিৎসক কোয়ার্টারে আইসোলেশন ছিলেন।