মোহাম্মদ হোসেন,হাটহাজারী :
চট্টগ্রামের হাটহাজারীতে ম্যাজিস্ট্রেট দেখে পালালো ডাক্তার। সোমবার (৪ মে) দুপুরের দিকে নাজিরহাট একটি ডেন্টিস্ট এর চেম্বারে অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট। এ সময় চেম্বারে কাউকে পাওয়া যায়নি। তবে চেম্বারটি সীলগালা করে দেন ম্যাজিস্ট্রেট।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরহাটস্থ বি.ডি ডেন্টার কেয়ার এ ছোটন শীল নামে এক ভুয়া ডেন্টিস্ট চিকিৎসা দিয়ে আসছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করেন ইউএনও। অভিযানে দেখতে পায় চেম্বারে দরজা খোলা কিন্ত চেম্বারে কেউ নেই। ইউএনও আশপাশের লোকজনের কাছে জানতে পারেন ডাক্তার চেম্বারেই ছিল। এ সময় ম্যাজিস্ট্রেট চেম্বারটি সীলগালা করে দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ রুহুল আমিন বলেন, অভিযান যাওয়ার আগে চেম্বারে ডাক্তার ছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এতে প্রমানিত হয় সে একজন ভুয়া ডাক্তার। সীলগালা করা হয় ডাক্তারের চেম্বার।

জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে। এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।