মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলা পত্রিকার কক্সবাজার জেলার বিশেষ প্রতিনিধি ও সাবেক মেম্বার মোঃ শহীদুল্লাহ’র বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। এস.এ টিভি’র কক্সবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক আহসান সুমন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১মে মোঃ শহীদুল্লাহ তার নিজস্ব ফেসবুক আইডি হতে সাংবাদিক আহসান সুমনকে আপত্তিকর কটাক্ষ করে লাইভ ভিডিও প্রচার করে বলে মামলায় অভিযোগ আনা হয়েছে। তাকে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে প্রেরণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামান জানান। এই নিউজটি সিবিএন’র। কপি করা অপরাধ।

তিনি জানান, এর আগে ৩ মে রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোঃ শহীদুল্লাহ’কে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ধৃত মোঃ শহীদুল্লাহ (৫২) কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রুমালিয়ার ছরা (পূর্ব) এলাকার মৃত মকতুল হোসেনের পুত্র। তিনি বৃহত্তর ঝিলংজা ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন। পরে কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করেন।