মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

নোয়াখালী জেলার হাতিয়ার ভাসানচরে নিয়ে যাওয়া রোহিঙ্গাদের ব্যবস্থাপনার দায়িত্ব কাদের, সেটা এখনো উর্ধ্বতন কর্তৃপক্ষ কোন সিদ্ধান্ত জানায়নি। তাদেরকে কক্সবাজার আরআরআরসি অফিস, নাকি নোয়াখালী জেলা প্রশাসন, নাকি নৌবাহিনী, নাকি কোস্টগার্ড অথবা অন্য কেউ ব্যবস্থাপনা করবে, সেটা সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তবে এ সিদ্ধান্ত দ্রুততম সময়ে পাওয়া যাবে।

কক্সবাজারের শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোঃ মাহবুব আলম তালুকদার সিবিএন-এর কাছে এমনটি আশা করেছেন।

১ মার্চ রাতে কক্সবাজার শহরের নুনিয়াছটার নাজিরার টেক থেকে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ইতিমধ্যে নোয়াখালী জেলার হাতিয়ার ভাসনচরে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে অন্য একটি নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, ভাসানচরে নিয়ে যাওয়া রোহিঙ্গাদের সকলেই উখিয়া-টেকনাফর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের রেজিস্ট্রাড রোহিঙ্গা শরনার্থী। কক্সবাজারের রেজিস্ট্রাড রোহিঙ্গা শরনার্থীদেরকে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ভাসানচরে গিয়ে ব্যবস্থাপনা করা খুবই কষ্টসাধ্য হবে। আর সেখানে কোন আইএনজিও এবং এনজিও তাদের সহযোগিতা করতে যেতে সহজে আগ্রহী হবেনা বলে নির্ভরযোগ্য সুত্রটি জানিয়েছে।