মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
পাবর্ত্য বান্দরবান জেলার এক সময়ের খ্যাতিমান ফুটবলার,বিশিষ্ট ক্রীড়াবিদ ও নাইক্ষ্যছড়ি সদরের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, রুশার বরো কলিমুল্লাহ প্রকাশ কালু (৫৫) ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি…………….. রাজিউন।
রবিবার ( ৩ মে) ভোর ৫ টায় নিজ বাড়ীতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার স্ত্রী ২ পুত্র ও ১ কন্যা ছিল।
কলিমুল্লাহ দীর্ঘদিন ধরে মরনব্যাধী ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ভারতসহ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত শনিবার (২ মে) রাতে স্ট্রোক করে অজ্ঞান হয়ে আজ ভোরে অবশেষে চলে গেলেন না ফেরার দেশে।
আজ যোহরের পর জানাযার নামাজ শেষে নাইক্ষ্যংছড়ি থানার মোড় মসজিদের কবরস্থানে দাফন করা হইবে।
এদিকে কলিমুল্লাহর মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ ম্যাধমে ছড়িয়ে পড়লে নাইক্ষ্যংছড়ি ও আশপাশের এলাকার মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া।
তার মৃত্যুতে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ শফিউল্লাহ, ইউএনও সাদিয়া আফরিন কচি, নাইক্ষ্যংছড়ি কলেজের অধ্যক্ষ ও,আ,ম রফিকুল ইসলাম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবছার,সাবেক চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী,ওয়ার্ড মেম্বার ও উপজেলা বিএনপির সভাপতি আরিফ উল্লাহ ছোট্ট গভীর শোক ও সমবেদনা জানান।