মুহিববুল্লাহ মুহিব, সিবিএন  :

কক্সবাজারের উখিয়া ইনানীতে কাঁঠালের ভেতর ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছেন কোস্টগার্ড সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২ মে) রাতে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম সিবিএনকে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দার মকবুল আহমেদ ছেলে রশিদ উল্লাহ (১৯) ও একই ক্যাম্পের মৃত ফজল আহমদের ছেলে মোহাম্মদ রশিদ আহমেদ (২৩)।

কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার সাইফুল ইসলাম সিবিএনকে বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে কোস্টগার্ডের স্টেশান ইনানীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ইনানীর মাদারবনিয়া চেপটখালী এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করে।

তিনি বলেন, পাচারকারীরা ইয়াবাগুলো কাঁঠালের ভেতরে অভিনব পদ্ধতিতে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিলো। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। আটককৃত দুই মাদক পাচারকারীকে মাদক আইনে মামলা রুজু করে উখিয়া থানায় হস্তান্তর করা হবে।