মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

টেকনাফের ২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর ২য় বার স্যাম্পল টেস্টের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। শনিবার ২মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে এই ২জনের স্যাম্পল টেস্ট করা হয়। তারা ২জনই রামু ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিষয়টি রামু ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ডা. আলী এহেসান সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, সরকারি নিয়ম অনুযায়ী শনিবার নেগেটিভ রিপোর্ট আসা এই ২ জন করোনা রোগীর স্যাম্পল টেস্ট ২ দিন পর তৃতীয়বারে মতো আবারো করতে হবে। তৃতীয়বার স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ আসলেই তাদেরকে হাসপাতাল থেকে রিলিজ করা হবে।

টেকনাফের এদু’জন করোনা রোগীর মধ্যে একজনের করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হয় ২৩ এপ্রিল। তার বাড়ি টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের খারাইঙ্গাঘোনা। সে তাবলীগ ফেরত। অপরজনের করোনা ভাইরাস জীবাণু সনাক্ত হয় ২৪ এপ্রিল। তার বাড়ি টেকনাফ সদর ইউনিয়নের মিঠাপানির ছরা তুতুরবিল গ্রামে। সে কাঁচা আম ব্যবসায়ী ও ঢাকা ফেরত।