বার্তা পরিবেশক;
করোনা ভাইরাসের ঝুঁকি নিয়েও কাজ করে যাচ্ছে কক্সবাজার জেলার সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা।

করোনা ভাইরাসের কারণে কর্মহীন হওয়া ও অসহায় মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে উদ্যোক্তারা জনপ্রতিনিধি ও জনপ্রশাসনের সাথে সমন্বিতভাবে এই কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করে যাচ্ছে নিরলস ভাবে। সরকারিভাবে সারা দেশে সাধারণ ছুটি ঘোষিত হলেও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা সুরক্ষা সামগ্রী ও কোনরূপ প্রণোদনা ছাড়াই সেবা দিয়ে যাচ্ছে আগের নিয়মে। জানা গেছে, করোনা আতঙ্কের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে কর্মহীন, হতদরিদ্র মানুষের ত্রানের তালিকা তৈরি, মাষ্টার রোল তৈরি, জনসচেতনতা সৃষ্টির প্রতিবেদন, বিভিন্ন তথ্য আদান প্রদান, প্রচার- প্রচারণা সহ সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা। নিরাপত্তা ঝুঁকি থাকলেও মহামারি করোনা মোকাবেলায় সরকারের পদেক্ষপ বাস্তবায়নে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ছাড়াই কক্সবাজারের ০৮ উপজেলার ন্যায় কক্সবাজার সদর এর ১০ ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা এইসব কাজ করে যাচ্ছেন।