মুহিববুল্লাহ মুহিব, সিবিএন:

করোনা দীর্ঘদিন ধরে এক প্রকার অচলাবস্থা পর্যটন নগরী কক্সবাজারের। সৈকতে বিভিন্ন পয়েন্টে দেখা গেছে ডলফিন কাছিমসহ নানা প্রজাতির জলজপ্রাণী। এবার সৈকতের সুগন্ধা পয়েন্টে এসেছে বিশাল এক জেলি ফিশ। যা স্বচরা চর দেখা যায় না কক্সবাজার উপকুলে।

শুক্রবার (১ মে) সুগন্ধা পয়েন্টে জেলি ফিসটি দেখতে পান বীর্চ কর্মী মাহবুবুর রহমান। আনুমানিক জেলি ফিশটি অন্তত ২০ কেজি ওজনের হবে বলে ধারণা করা হচ্ছে। যদিও গভীর সমুদ্র বা কোন জেলের জালে না আটকালে তা এটি দেখা সম্ভব হয় না।

বীর্চ কর্মী মাহবুব সিবিএনকে বলেন, দায়িত্ব পালনের সময় বিকেলে সৈকতে নামলে জেলি ফিশটি দেখতে পায়। এটি পানির মতো হলেও দেখতে খুব সুন্দর এবং আইনার মতো পরিস্কার। এরআগে কখনো এটি দেখিনি।