সিবিএন :
টেকনাফে পঙ্গপাল সদৃশ্য পোকা নিয়ে আতংকিত না হওয়ার আহবান জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন।

শুক্রবার (১ মে) দুপুরে তিনি তার অফিসিয়াল আইডিতে এ আহবান জানান।

জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ পঙ্গপাল সদৃশ্য পোকাটি প্রাথমিকভাবে ফসলের জন্য ক্ষতিকর নয় বলে মত দিয়েছেন। উপরন্তু বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের বিজ্ঞানী দল সরেজমিন যাচাই করার জন্য ঢাকা থেকে টেকনাফের উদ্দ্যেশ্যে রওয়ানা হয়েছেন। কৃষি মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক।