চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের ফৌজদারহাটে বিআইটিআইডি ল্যাবে ১৫৯ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন আরও একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে চট্টগ্রামে এখন মোট করোনা রোগীর সংখ্যা ৭৩ জনে দাঁড়াল।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, বিআইটিআইডিতে আজ ১৫৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১টি নমুনা পজিটিভ হয়েছে। ওই একজন দামপাড়া পুলিশলাইন্স এর ২৮ বছর বয়সী পুলিশ সদস্য। এনিয়ে চট্টগ্রামে ১০ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল থেকে হঠাৎই চট্টগ্রাম ইপিজেডের পোশাক কারখানাগুলো খুলে দেয়ায় এখানে করোনা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগ।

করোনা প্রাদুর্ভাবের মাঝেই কারখানা খোলার ক্ষেত্রে কিছু বিধিনিষেধের কথা বলা হলেও এর কিছুই মূলত চট্টগ্রামের পোশাক কারখানাগুলোতে মানা হচ্ছে না। ফলে করোনাকে মাথায় নিয়ে এভাবে পোশাক কারখানা খুলে দেয়ায় পরিস্থিতির অবনতি ঘটবে বলে অনেকের আশঙ্কা রয়েছে।