মুহিববুল্লাহ মুহিব , সিবিএন:

চাল চুরির অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত হওয়ার পর পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইকা সাদাতকেও প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংক রঞ্জন সাহা স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

পত্রে উল্লেখ্য করা হয়, পেকুয়ার ইউএনও সাইকা সাদাতের স্থলে আগামী ৩ মে যোগদান করবেন বর্তমান কুমিল্লা ব্রাক্ষণপাড়া  উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমা সিদ্দীকা বেগম।

বর্তমান ইউএনও সাইকা সাদাতের বিরুদ্ধে নানা অনিয়ম , স্বেচ্ছাচারিতা ও সম্প্রতি চাল আত্মসাতের ঘটনায় তার ইন্দন দেয়ার অভিযোগ উঠেছিল।