মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ বা অন্যান্য কৃষিজ দ্রব্যাদিকে করোনা সংকটকালীন ত্রাণ সহায়তা কিংবা উপহার সামগ্রী হিসাবে দিতে টেকনাফের ইউএনও মোঃ সাইফুল ইসলাম সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। টেকনাফ উপজেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে বুধবার ২৯ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অনুরোধ জানান।

টেকনাফের ইউএনও মোঃ সাইফুল ইসলাম উপজেলার সকল সরকারি, বেসরকারি, এনজিও, আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিগণ এবং দানশীল ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, করোনাকালীন ত্রাণ/উপহার সামগ্রীতে স্থানীয়ভাবে উৎপাদিত তরমুজ বা অন্যান্য কৃষিজ দ্রব্যাদি কে অন্তর্ভূক্ত করলে অত্র এলাকার জীবন ও জীবিকা উভয়ই রক্ষা করা সহজ হবে।