সিবিএন ডেস্ক:
ভারতের ক্রিকেটাঙ্গনে একটা কথা প্রচলিত রয়েছে যে, আইপিএলে ভালো খেললে জাতীয় দলের দরজা খুলে যায়। জসপ্রিত বুমরাহর নামেও এমন ধারণা প্রচলিত আছে। কিন্তু ভারতের তরুণ পেস তারকা যশপ্রীত বুমরাহ এই ধারণা নিজেই ভেঙে দিয়েছেন! সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গে ইনস্টাগ্রামে চ্যাটিংয়ের সময় তিনি এর উল্টো কথা শোনান যা রীতিমতো আশ্চর্যের।

২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে বুমরাহর আত্মপ্রকাশ ঘটে। সেবার তার অদ্ভুত বোলিং অ্যাকশন নিয়ে আলোচনা হয়েছিল। বুমরাহ বলেছেন, ‘আইপিএলে ভালো খেলায় জাতীয় দলে আমি ডাক পাই এমন একটা কথা আমার সম্পর্কে শোনা যায়। ২০১৩ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম খেলি। সেই বছর এবং পরের দুই বছরও আমি নিয়মিত খেলিনি। বিজয় হাজারের মতো ঘরোয়া টুর্নামেন্টে ভালো খেলায় ২০১৬ সালে জাতীয় দলে আমি ডাক পাই।’

ভারতের এই তরুণ পেসারের টেস্ট অভিষেক হয় ২০১৮ সালে। তিন ফরম্যাটেই বুমরাহ এখন ভারতের সেরা পেস অস্ত্র। যুবরাজের সঙ্গে কথা বলার সময় বুমরাহ টেস্ট ক্রিকেটের প্রয়োজনীয়তার কথা বলেছেন। তিনি বলেন, ‘অনেক বোলারই আমাকে বলে ওয়ানডে, টি টোয়েন্টি খেলতে চাই। কিন্তু ওরা ভুলে যায় টেস্ট ক্রিকেট একজন ক্রিকেটারকে পরিপূর্ণ করে তোলে। ক্রিকেট শেখার অনেক বড় জায়গা টেস্ট ক্রিকেট।’