সিবিএন প্রতিবেদক :

করোনা ভাইরাসের কারণে এ প্রথম নিষেধাজ্ঞার কবলে পড়লো রমজানের অন্যতম আয়োজন ইফতার বাজার। সারাদেশের মতো কক্সবাজারেও নেই ইফতার বাজারের হাঁকডাক।

রোববার (২৬ এপ্রিল) বিকেলে শহরের কয়েকটি এলাকা ঘুরে কোন ইফতার সামগ্রীর দোকান পাওয়া যায়নি। দুইদিন আগেই জেলা প্রশাসক মোা. কামাল হোসেন মানুষের দূরত্ব বজায় রাখতে খোলা বাজারে ইফতার বিক্রির উপর নিষেধাজ্ঞা দেন।

শহড় ঘুরে দেখা যায়, হাঁকডাক আর ভিড় ভাট্টা তো নেই, লকডাউনের কারণে বন্ধ রয়েছে অভিজাত রেস্তোরাঁসহ মৌসুমী অস্থায়ী ইফতারের দোকানগুলো।

নেই বুট, বুরিন্দা, চপ, পিঁয়াজু, ছোলা, হালিমসহ নানা পদের কাবাবের বাহারি স্বাদ ছাড়াই অধিকাংশ মানুষের ইফতার সম্পন্ন হচ্ছে।