খলিল চৌধুরী, সৌদি আরব ##

পবিত্র রমজানে ব্যবসা-বাণিজ্য ও মানুষের চলাচলে নিষেধাজ্ঞা শিথিল করেছে সৌদি আরব সরকার।

৩ রমজান থেকে ২০ রমজান পর্যন্ত মক্কা ব্যতিত সব জায়গায় চলাচল করতে পারবে স্থানীয় বাসিন্দারা।

তবে, সকাল ৯টা থেকে বিকাল ৫ টার মধ্যে প্রয়োজনীয় কাজ সেরে গন্তব্যে পৌঁছে যেতে হবে।

একইভাবে ব্যবসায়ীরা আগামী ২৯ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত শপিং মল, পাইকারী ও খুচরা দোকান খুলতে পারবে৷

তাও সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত৷ এসময়ের মধ্যে বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে ফেলতে হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।