সিবিএন ডেস্ক:
চট্টগ্রাম জেলায় আরও দুই জন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) ফৌজদার হাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) নমুনা পরীক্ষায় এ ফল আসে। সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৪৬ জন। এরআগে, ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এরপর ৫ এপ্রিল ওই ব্যক্তির ২৫ বছর বয়সী ছেলে, গত ৮ এপ্রিল আরও ৩ জন, ১০ এপ্রিল ২ জন, ১১ এপ্রিল ৩ জন, ১২ এপ্রিল ৫ জন, ১৩ এপ্রিল ২ জন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল ৫ জন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন ও ১৯ এপ্রিল আরও ৪ জন, এরপর ২১ এপ্রিল ১০ মাস বয়সী এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়।

এরপর গত ২২ এপ্রিল আরও ৩ জন এবং ২৪ এপ্রিল আরও একজনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে ছয় বছর বয়সী এক শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। আর সুুুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন।

সেখ ফজলে রাব্বি বাংলা ট্রিবিউনকে বলেন, শনিবার বিআইটিআইডিতে ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে দুই জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের একজন চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন শান্তিবাগ এলাকার। অন্যজন নয়াবাজার এলাকার।