নেজাম উদ্দিনঃ
পেকুয়া সদরের মেহেরনামা অরুনিমা আবাসন প্রকল্পের ২০০ পরিবার এবং পার্শ্ববর্তী আরো ৪০ পরিবারের মধ্যে ৫০০ টাকা করে মোট ১২০০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য জাফর আলম।

শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সশরীরে হাজির হয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে নিজের হাতেই অর্থ সহায়তা বিতরণ করেন জননেতা জাফর।

সেখানকার বাসিন্দাদের উদ্দেশ্যে এমপি জাফর আলম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা প্রতিটি অসহায় হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ সহায়তা পৌঁছিয়ে দিচ্ছি।

বিশ্ব মহামারী করোনা ভাইরাসের এই দুঃসময়ে সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগেও হতদরিদ্র মানুষদের খোঁজ খবর রাখা জরুরি।

এসময় উপস্থিত ছিলেন -পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়কা শাহাদাত, পেকুয়া থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা কামরুল আজম, থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, টেটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী প্রমুখ।