(কোভিড-১৯ নিয়ে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় রচিত শেকড় সন্ধানী কবি সিরাজুল হক সিরাজ এর একটি কবিতা)

সিরাজুল হক সিরাজ

উহানত্তো কি রোগ আইস্যে ঝাটকাই ধরে গোপনে

ধনি গরীব আমির ফকির কিয়ার হথা ন’ফুনে

ইবা নাকি জীবাণু রোগ হইলজ্যা ধরি টান মারে

ডঁঅর ছোড় জোয়ান বুড়া ডরে বেগগুন ফাল মারে

উড়ান ঘাড়া বেগগিন বন্ধ, বন্ধ ঘরর দোয়ারগান

আইল্লা অ’লে দা’ইতো নযার মজি যারগৈ বিলরধান

মাইল্যাপিরা’র করোনা রোগ হনঅদেশত অষুধ নাই

বড় পাষাণ এ বিআরাম মরণ অইলেও ধরন নাই

সরকারে হঅর ও জনগণ ঘরর বাইরে নযাইয়্য

বাজার সদাই নপাইলেও নুন পানি দি ভাত খাইয়্য

গুরা গুরা পুআইন্দে হঅর খেলাইয়্যুম আঁ’ই হডেযাই

এনডইল্যা ক্যা’ন বন্দি জীবন আঁ’ত্তো ত আর গমনলাই

কিঅল্লা আঁইস্যে এ্যা’ন গজব হনে গইল্লো এতপাপ

মনে হঅদ্দে মরিযাইগৈ বাঁকখালীত যাই মারি ঝাঁপ

রোগী মরের ডাক্তর মরের রাজা উজির ধনবান

আরো মরের ডঁঅর পুতুইন্না আদইজ্জ্যাভইন সোনাবান

ও খোদা তুই কি দেখাইলি এই দুনিয়া পুড়িছাই

কবি সিরাজ জিকির গরের তুই ছাড়া তো উপায় নাই

 

 

পরানজুরানি, কক্সবাজার ১৩.০৪.২০২০ দুপুর: ১২.৩০