মোঃ জয়নাল আবেদীন টুক্কু :
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধ কাঠ ভর্তি একটি জীপ গাড়ী আটক করেছে বিজিবি। গত ২২ এপ্রিল বিকালে উপজেলা সদর ইউনিয়নের শিলের ঘোনা নামক স্থান থেকে আটক করা হয় বলে জানান বিজিবি। আটক কাঠসহ গাড়ীটি বৃহস্পতিবার ২৩ এপ্রিল বিজিবি সংশ্লিষ্ট রেঞ্জ অফিসে সোর্পদ করেন। নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবির) আওতাধীন ভালুক খাইয়া বিওপি ক্যাম্প কমান্ডার আহসান উল্লাহর নেতৃত্বে বিজিবি জোয়ানরা কাঠসহ ঐ গাড়ীটি আট করতে সক্ষম হন।

বাগান মালিক গণ জানান,দীর্ঘদিন ধরে ঐ এলাকার সরকারি বেসরকারি সৃজন কৃত কচি বয়সী মুল্যবান গাছ কেটে লাকড়ি সাইজের করে তামাক পুড়ানোর জন্য একটি দুধর্ষ বন দস্যু সিন্ডিকেটের মাধ্যমে লক্ষ লক্ষ টাকার বাগান শেষ করে দিচ্ছে। বাগান মালিকদের সাথে কথা বলে আরো জানা যায় উক্ত বন দস্যুদের কারণে অতিষ্ঠ মালিকরা। তারা আরও বলেন গাছ পরিবেশ বাচাঁয় দেশের উন্নয়নের ভুমিকা রাখে। আমরা বাগানে গাছ লাগিয়ে কি অপরাধ করেছি। এভাবে অকালে গাছ কেটে নিয়ে গেলে তাদের এবং পরিবেশের বিরাট ধরনের ক্ষতি হওয়ার আশংকা করছেন তারা ও পরিবেশবাদী মহল। তারা বিজিবির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে অভিযান পরিচালনা করার জন্য ধন্যবাদ জানিয়ে সরকার ও প্রশাসনের কাছে জোর দাবী করেন বন দস্যুদের হাত থেকে পাহাড়ের কচি গাছ ও তাদের বাগান রক্ষা করতে।