মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রমজান মাসে অন্যান্য সময়ের মতো কক্সবাজার জেলার কোথাও কোন রেস্তোরাঁ বা ফুটপাতে ইফতার সামগ্রী বিক্রি করা যাবেনা। করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন এ নির্দেশনা জারী করেছেন।

কক্সবাজার জেলা প্রশাসনের নিজস্ব ফেইসবুক পেইজে বৃহস্পতিবার ২৩ এপ্রিল দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ নির্দেশনার কথা জানান।

এ নির্দেশনা কেউ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রমজানে ইফতার মাহফিল ও যেকোন ধরণের গণ জমায়েত থেকে বিরত থাকতে পৃথক আর একটি স্ট্যাটাসে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন সবার প্রতি আহবান জানিয়েছেন।

নিন্মে স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :

“মাহে রমজানে কোন রেস্তোরাঁ বা ফুটপাতে কোন ধরণের তৈরীকৃত ইফতার সামগ্রী বিক্রি করা যাবে না।
ঘরে থাকুন, সুস্থ থাকুন।”