খলিল চৌধুরী, সৌদি আরব:
আগামীকাল মাহে রমজানকে সামনে নতুন সাজে ইসলাম ধর্মের সর্বোচ্চ এবাদতের স্থান বায়তুল্লাহ।

গত ২১ এপ্রিল মঙ্গলবার বাদে আছর মুসলিমদের নাবিক খ্যাত ও বিশ্বের প্রথম-প্রাচীন স্থাপনা ইসলাম ধর্মের সর্বোচ্চ এবাদতের স্থান কা’বা-ঘর পরিস্কার ও পরিচ্ছন্ন করে নতুন সাজে বায়তুল্লাহ আধুনিক ডিভাইস এবং যন্ত্রে সজ্জিত বিশেষায়িত প্রযুক্তিগত টিমের সমন্বয়ে আল্লাহর কাবা-ঘর বাইতুল্লায় পবিত্র রমজানের আগে শেষ অংশের কাজ পরিচালনা করছেন হারামাইন কর্তৃপক্ষ।

করোনা প্রতিরোধে গত ২ মার্চ থেকে সৌদির ২৩টি বড় শহর অনির্দিষ্টকাল ও সমগ্র আরবজুড়ে কারফিউ জারি করে দেশটির সরকার। চলাকালীন সময়ে একই সাথে পবিত্র মক্কা-মদিনা মসজিদুল হেরাম বায়তুল্লাহ ও নববীতে মুসল্লি প্রবেশ বন্ধ করেন।

২১ মার্চ সামনের রমজানে সকাল ৯ থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারফিউর পরিবর্তন এনে নতুন সময় ঘোষনা করেন এবং মসজিদুল হেরাম ও মসজিদে নববীতে রমজানের তারাবীহ নামাজ ২০ রাকাত পরিবর্তন এনে ১০ রাকাতের অনুমোদন দিয়ে ইফতার জামায়েত বাতিল করেন মক্কা-মদিনা হেরামের প্রেসিডেন্ট শাইখ আবদুর রহমান আল সুইদাস।