ইউছুফ আরমান :

করোনা পরিস্থিতিতে হঠাৎ দমকা হাওয়া লন্ডভন্ড করে দিয়েছে শান্তি শীলের মাথা গোজার ঝুপড়ি ঘরটি ।

বৈশাখী ঝড়ের তান্ডবে শহরের পৌরসভাস্থ ০৬নং ওয়ার্ডের বিজিবি স্কুল সংলগ্ন রোডের দক্ষিণ সাহিত্যিকাপল্লীর পাহাড়ের চূড়ায় অসহায় পরিবার টি ১০জন সদস্য নিয়ে মাথা গোজার ঠাই করে ছিলেন। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় তীব্র বেগে বাতাস, তার সাথে বৃষ্টি। এতে মৃত কালু শীলের স্ত্রী শান্তি শীলা (৬৫) তার ২পুত্র ও কয়েক জন সহ এক প্রতিবন্ধী নাতনী নিয়ে বসবাস করেন।

করোনা ভাইরাসের কারণে মানুষ লক ডাউনে । নেই আয় ইনকাম। এ অবস্থায় কাল বৈশাখী ঝড়ে মানুষের দৈনন্দিন আয়ের পথে থাবা মেরেছে। সারা দেশে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষ, মধ্যবিত্ত পরিবার, শ্রমজীবি মানুষ স্তব্ধ হয়ে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। তার উপর কাল বৈশাখী ঝড়ের থাবায় “মরার উপর খরার ঘা”।

উক্ত পরিবার কে মাথা গোজার শেষ আশ্রয় স্থল টি সংস্কার করার জন্য সরকারি-বেসরকারি সহায়তা এবং বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।