খলিল চৌধুরী, সৌদি আরব:
আগামী মাহে রমজানকে সামনে রেখে সৌদি আরবে কারফিউতে চলাফেরার সময় ঘোষনা করছে দেশটির সরকার।

করোনা ভাইরাস বিস্তার ঠেকাতে গত ২ মার্চ থেকে শুরু হওয়া কঠোর নজরদারিতে যে সমস্ত শহর ও অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য ২৪ ঘন্টা কারফিউ চলমান ছিল সেখানে জরুরী চিকিৎসা সেবা, জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটা ও জরুরী ব্যাংকিং সেবার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে সকাল ৯ টা থেকে বিকেল ৫ টার মধ্যে বের হওয়া যাবে।

ইতোপূর্বে বড় বড় শহরের মধ্যে যে সকল নির্দিষ্ট এলাকাগুলো সম্পূর্নরুপে কোয়ারেন্টাইন করা হয়েছিল (আল আজল আস সিহহী আত তাম) সেখানে আগের মতোই ২৪ ঘন্টা কোনক্রমেই ঘর থেকে বের হওয়া যাবে না।

আর শুধু জরুরী নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনার জন্য নিজের এলাকার ভেতরে অবস্থিত তামউইনাতে/ বাক্কালাতে যেতে পারবেন এবং জরুরী চিকিৎসার জন্য বের হতে পারবেন। দোকানে কেনাকাটার পর ভাউচার রাখবেন, পুলিশ ধরলে যাতে দেখাতে পারেন। জরুরী চিকিৎসার প্রয়োজন হলে ৯৯৭ এ কল করতে পারবেন।

রমজান মাসে মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববীতে সর্ব সাধারণের জন্য তারাবীহসহ ৫ ওয়াক্ত নামাজে উপস্থিতি এবং উমরা বন্ধ থাকবে।