সিবিএন ডেস্ক:
টার্কিশ এয়ারের একটি ফ্লাইটে তুরস্ক থেকে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি। ওই ফ্লাইটটি ১৫৪ জন তুরস্কের নাগরিক নিয়ে ফিরে যায়। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাংলাদেশি নাগরিকদের নিয়ে ঢাকায় আসে ফ্লাইটটি। টার্কিশ নাগরিকদের নিয়ে যায় এটি ঢাকা ছাড়ে দুপুর ১টা ১০ মিনিটে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে গিয়ে আটকে পড়া ১৬৯ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ৩টা ১৫ মিনিটে ইউএস-বাংলার একটি ফ্লাইটে তারা দেশে এসে পৌঁছান।
এছাড়া বাংলাদেশে আট‌কে পড়া ২৬৪ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।