Nilutpal Barua

নিষ্ঠুরতম মাস, এপ্রিল!
কেউ কি দেখেছে এমন
আগে কোন দিন?
অন্ধকারের ভয়ে আচ্ছন্ন আলো!
লণ্ডন, রোম, প্যারিস, মাদ্রিদ, নিউইয়র্ক সব আজ
Unreal City।
মুখে মুখোশ আর হুড পরে চলছে মানুষ।

আমার কোন প্রার্থনা নেই।
সর্বজীবেই আমার প্রেম।
নির্জীবদেহী সঙ্গীদের মাঝে
বেঁচে থাকার শাস্তি নিশ্চয় আমার জন্য নয়!
যদি বাঁচি,
আমার সমস্ত পাপসহ
সকলের সাথেই বাঁচতে চাই।

আমি নিজে কেউ নই।
সকলে মিলেই আমি।
অন্য অস্তিত্ব ছাড়া
আমি অস্তিত্বহীন।
তাদের হারিয়ে
প্রায়শ্চিত্ত করে
পূর্ণজীবন আমি চাই না।
চাই না আমার শুদ্ধতা।

আমার স্বর্গচ্যুতি আমার অজানা নয়।
স্বর্গ লাভের পথও আমি জানি।
কিন্তু এই মর্ত্যই আমার কাছে কাঙ্ক্ষিত।
সকলের অস্তিত্বে
এই মর্ত্যেই আমি রচিব অমরাবতী।

ইউলিসিস আমার পূর্ব-পুরুষ।
ঘরে থাকতে আমি ঘৃনা করি।
ঘৃনা করি Lotus Island।
আমি তো Hollow man নই।

যিশু আমাকে শিখিয়েছে-
কিভাবে নিজ রক্তে পৃথিবী ধুতে হয়।
বুদ্ধ শিখিয়েছে- ত্যাগেই প্রাপ্তি;
আনে পূর্ণতা, আনে সার্থকতা।
ক্ষমা কর শত্রুকে।
মোহাম্মদ শিখিয়েছে- শত্রুকে সেবা কর,
ন্যায্য পাওনা দাও।
মানবতাই তোমার মাহাত্ম্য।
আর উপনিষদে শিখেছি-
শান্তির প্রার্থনা।

নিশ্চয় আমি শুনতে পাব
পাথরের ভিতর জলের শব্দ
আর বজ্রধ্বনিতে শান্তি!

০১/০৪/২০২০