বলরাম দাশ অনুপম :
কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে প্রতি রাতে ছিন্নমূল ভাসমান ও পথশিশুদের মাঝে রান্না করা খাবার পৌঁছে দেয়া হচ্ছে। প্রতি রাতে বিভিন্ন স্থানের দুই থেকে আড়াইশ পথশিশু ও ছিন্নমূল মানুষের মাঝে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) এর নিদের্শনা মতে এই রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন পুলিশ সদস্যরা। আর এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পাশাপাশি যেসব মধ্যবিত্ত পরিবার চক্ষু লজ্জার কারণে লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারছেন সেরকম প্রায় ২৭৫ পরিবারের মাঝে পরিচয় গোপন রেখে ইতোমধ্যে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়–য়া বিষয়টি নিশ্চিত করে জানান-পুলিশ সুপার স্যারের নিদের্শনা অনুযায়ী গত ৩০ মার্চ থেকে অদ্যাবধি পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রয়েছে।