মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

মালয়েশিয়া ঢুকতে নাপেরে গত ১৬ মে কক্সবাজার সমুদ্র উপকূলে ফেরত আসা ৩৯৬ জন রোহিঙ্গার মধ্যে ৯ জনের দেহের স্যাম্পল টেস্ট করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্থিত্ব পাওয়া যায়নি।

কক্সবাজার আরআরআরসি অফিসের স্বাস্থ্য সমন্বয়কারী ডা. তোহা সিবিএন-কে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরো জানান, টেকনাফের কেরুনতলী ট্রানজিট পয়েন্ট ও ঘুমধুমের রাবার বাগান ট্রানজিট পয়েন্টের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে থাকা সকলেই প্রায় সুস্থ আছে। গত ৩ দিনে তাদের কারো শরীরে করোনা ভাইরাস উপর্সগ দেখা দেয়নি। কয়েকজনের শরীর ছোটখাটো স্বাভাবিক রোগে একটু অসুস্থ হলেও তাদেরকে চিকিৎসা দিয়ে তা সারিয়ে তোলা হচ্ছে। তিনি আরো জানান, ১৪ দিনের কোয়ারান্টাইন পিরিয়ডের মধ্যে এদের কারো শরীরে করোনা ভাইরাস উপসর্গ দেখা দিলেই তার শরীরের স্যাম্পল পরীক্ষা সহ তাকে আইসোলেশনে নিয়ে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য আরআরআরসি অফিসের সব ধরণের প্রস্তুতি রয়েছে ইনশাআল্লাহ।