সিবিএন ডেস্ক:

করোনার জন্মস্থান চীন খুব দ্রুতই সামলে নিয়েছিল ভাইরাসটিকে। কিন্তু হঠাৎ করেই শুক্রবার (১৭ এপ্রিল) এক হাজারের উপরে মানুষ মারা যায় করোনায় আক্রান্ত হয়ে। তবে একদিনের ব্যবধানে শনিবার (১৭ এপ্রিল) আর কোন মানুষ মারা যায়নি দেশটিতে। তবে মৃত্যু থেমে নেই যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৮৬৭ জন। আর নতুন করে আক্রান্ত হয়েছে ২৯ হাজার ৫৭ জন। মোট আক্রান্তের সংখ্যা সাত লাখ ৩৮ হাজার ৭৯২ জন। এদিকে মৃত্যু মিছিল থামেনি ইতালি (৪৮২) , স্পেন (৬৩৭), ফ্রান্স (৬৪২) ও যুক্তরাজ্যেও (৮৮৮) । গোটা ইউরোপে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন তিন হাজার ৬৪৬ জন। আর আক্রান্ত শনাক্ত হয়েছে ৩০ হাজারের উপরে। এশিয়াতে ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যুর সংখ্যা। মহাদেশটিতে শনিবার (১৮ এপ্রিল) মারা গেছে ৩৩৫ জন। সর্বোচ্চ মৃত্যু তুরস্কে, ১২১ জন। দক্ষিণ এশিয়ার ভারতে মারা গেছে ৩৫ জন আর পাকিস্তানে মৃত্যুর সংখ্যা ৮। ফলে দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের ৯ জনের মৃত্যুসহ ২৪ ঘণ্টায় মারা গেছে ৫২ জন। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়ার্ল্ড মিটারের হিসেব অনুযায়ী মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ৩০ হাজার ৯৮৭ জন। যার মধ্যে মারা গেছেন এক লাখ ৬০ হাজার ৭৫৭ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন পাঁচ লাখ ৯৬ হাজার ৬৮৭ জন। আশঙ্কাজনক অবস্থায় আছে ৫৫ হাজার ২৬৫ জন আর সুস্থ হবার পথে ১৫ লাখ ১৮ হাজার ২৭৮ জন।