– নাসির উদ্দিন সুমন 

আজ কারোই মন ভাল নাই কিন্তু কেন?
নববর্ষের শুভেচ্ছা সংকোচিত!

কোভিড ১৯ এ সংক্রমিত হওয়ার কারণে স্বামী তার স্ত্রী’কে স্পর্শ করতে অপারগতা প্রকাশ করছে!
স্ত্রী প্রিয় স্বামী’কে স্পর্শ করতে অপারগতা প্রকাশ করছে!
পিতা সন্তানকে স্নেহ দিতে চাইলেও দিতে পারতেছে না।
মাতা সন্তানকে স্নেহ দিতে চাইলেও দিতে পারতেছে না।

পৃথিবীর সকল উৎসব আজ ক্ষীণ হচ্ছে!
একসময় মানুষ অর্থের পিছনে ছোটাছুটি করত, আজ সে অর্থ অনর্থের কারণ।

ছোট কাল থেকো শুনে আসতেছি টাকা দিয়ে সব কিছু হয় কিন্তু আজ কোভিড ১৯ আক্রন্ত ব্যক্তির দিকে কেউ ফিরেও তাকাচ্ছে না। কোভিড ১৯ এ আক্রান্ত লাশটা পর্যন্ত রিসিভ করার সাহস হচ্ছে না।হায়রে পৃথিবী!

মরার উপর খাঁড়ার গা।
মৃত্যুর পর লাশ’টা দাফন করতে খাটিয়াটা পর্যন্ত পাচ্ছে না।আল্লাহ এমন মৃত্যু আমাদের দিও না। যে মৃত্যুর কথা শুনলে এলাকাবাসী ইতস্তবোধ করে,জানাজা পড়তে অস্বীকৃত জানায়।আল্লাহ আমাদের স্বাভাবিক মৃত্যু দিয়ে এই পৃথিবী থেকে প্রস্থান করিও।

আজ কারোই মন ভাল নাই।
প্রতি বছর উৎসব মুখর পরিবেশে পহেলা বৈশাখ উৎযাপিত হত কিন্তু কোভিড ১৯ সব কিছু থমকিয়ে দিয়েছে।

যে কোন সময় মানুষ বিদেশ ভ্রমন করতে যেত নির্দিধায় কিন্তু বিদেশ তু দুরের কথা ঘর থেকে পর্যন্ত বাহির হচ্ছে না মানুষ।

রেমিট্যান্স যোদ্ধাদের কদিন আগে কত না কদর করত কিন্তু সে রেমিট্যান্স যোদ্ধা ঘরে আসলে শুনলে এখন এলাকাবাসী বিষয়য়টিকে সহজে নেয় না।

আসুন মহাসংকট মহূর্তে রাষ্ট্রের তথা নাগরিকদের পাশে গিয়ে দাঁড়ায়।

বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাস সংক্রমণের বিষয়ে নিজ নিজ অবস্হান থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষে কার্যকারী ভূমিকায় অবতীর্ণ হয়।

আপনার সহযোগিতা রাষ্ট্রের গতিপথকে ত্বরান্বিত করতে সক্ষম হবে।এ ক্রান্তিলগ্নে আপনার একটু সহানুভূতি বিশাল বড় পাওনা এবং সকলের মাঝে আশার সঞ্চালন ঘঠাবে।

আসুন মহাসংকট মহূর্তে দেশের কল্যানে নিজেদেরকে নিয়োজিত করি। দেশ বাঁচলে বাঁচব আমরা।

এ দেশ আমার আপনার সকলের,এ দেশের দায়িত্বটাও আমার আপনার সকলের।

শুভ নববর্ষ ১৪২৭ বঙ্গাব্দ
#ঘরে_থাকুন_সুস্হ্য_থাকুন_নিরাপদে_থাকুন

#সামাজিক_দূরত্ব_বজায়_রাখুন