সি এন এন:

আপনি যদি করোনাভাইরাসের এই সময়ে নিজের হতাশা দূরীকরণে গাজা সেবন করেন তাহলে আপনাকে কয়েকবার ভাবতে হবে, বিশেষজ্ঞরা বলেন।

মাঝে মাঝেও যদি আপনি গাজা সেবন করেন তাহলে আপনার এই কভিড ১৯ এর আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের লাংগ এসোসিয়েশন এর

ডঃ আলবার্ট রিজোর মতে ‘ আপনি যখন গাজা খাবেন তখন আপনার শ্বাসনালীর ভেতরে প্রজ্বলন হয়, যা ব্রংকাইটিসের মত, একই ধরনের প্রজ্বলন ধুমপানেএ সময়েও হয়ে থাকে।

তাহলে আপনার শ্বাসনালীর ভেতরে প্রজ্বলন হচ্ছে তাই আপনার ঝুঁকি বেশী।

যখন আপনি এই গাজা ( Weed) খেয়েই যাবেন তখন আপনার ডায়োগনাইজের সময়ে উপসর্গগুলো পেতে ডাক্তাররা সমস্যায় পরবেন।

মুলত কভিড ১৯ একটি ফুসফুসগত রোগ, তাই কেউ যখন এই কান্নিবাল গিলে ফেলে এতে ফুসফুসে গিয়ে পরে।

এমনিতে এই মারিজুনা নিয়মিত সেবন করলে আপনার একটি নির্দিষ্ট সময়ের পর আপনার শ্বাসযন্ত্রের ক্ষতি হয়।

যাদের এজমা আছে, তাদের যেমন এই রোগটি ঝুকিপূর্ণ তেমনি এই উইড আপনাকে সমস্যায় ফেলবে।

ডঃ গালাসের মতে, ধরুন আপনি একটি সিগারেট জ্বালিয়ে রেখেছেন, চুমুক দিচ্ছেন না, এতে দেখবেন সেটি এমনিতেই জ্বলে ছাই হয়ে যাচ্ছে, আর গাজা একটি কাগজে মোড়ানো হয়, এতে এটি অনেক দ্রুত গতিতে পুড়ে যায়’।

আর গাজা সিগারেটের চেয়েও অনেক কম তাপমাত্রায় পুড়ে যায়। মুলত একজন গাজা সেবী একটি কাচা উদ্ভিদই সেবন করছেন।

এতে শ্বাসযন্ত্রের সর্বনাশ হয় অনেক আগেই।

২০১৮ সালের একটি জরিপে দেখা যায়, শুধুমাত্র এই বছরেই মার্কিন যুক্তরাষ্ট্রের ৪ কোটি ৩০ লক্ষ লোক গাজা সেবন করেছে যার মধ্য ১২ বছরের শিশু সহ অনেক বৃদ্ধ রয়েছেন।

 

Translated by Muhammad Max.