গতকাল ১১ এপ্রিল ২০২০ ইং প্রকাশিত “খরুলিয়ায় দিনমজুরের শত বছরের বাড়ি সংস্কারে বাধা, উচ্ছেদের চেষ্টা ও হামলা” শীর্ষক সংবাদটি  আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি । প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে ধরণের অভিযোগ তোলা হয়েছে তাতে জনমনে বিভ্রান্তির সৃষ্টির হয়েছে, পাশাপাশি আমার বিরুদ্ধে  মানহানিকর তথ্য প্রচারিত হয়েছে। এতে প্রকৃত ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করতে তিলকে তাল বানানো হয়েছে।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।

প্রকৃত সত্য হচ্ছে   আর এস ৩৭১ এবং বিএস ৩১১ মুলে আমি পৈত্রিক সূত্রে এই জমির মালিক। আর এস এবং বি এস রেকর্ড এ তাদের কোন নাম নেই।তারা নিজেরাই জোরপূর্বক লাঠিয়াল বাহিনী দিয়ে আমার জমি দখল করার চেষ্টা করলে আমি কক্সবাজার সদর থানায় অভিযোগ করি । সদর থানা থেকে পুলিশ এসে দুই পক্ষ কে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বলা হলেও  এই করোনা মহামারীতে লোক সমাগম করে  জমি দখল করার চেষ্টা করে । তারা আইনের প্রতি মোটেও শ্রদ্ধাশীল নই। এহেন সংবাদে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।

প্রতিবাদকারী

আব্দুল হক (সাবেক মেম্বার)

খরুলিয়া